
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নীলফামারী-২ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে সদরের রামনগর ইউনিয়নের চৌধুরী বাজার দাখিল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাহাবুল ইসলামের সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে এ আসনে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এছাড়া সংসদ সদস্য নির্বাচিত হলে মানুষের মৌলিক চাহিদা পূরণে বিশেষ গুরুত্ব দেবেন বলেও জানান। এ সময় তিনি ওপেন মোবাইল নম্বর চালু করার ঘোষণা দেন, যার মাধ্যমে ভোটাররা যেকোনো সময়ে ফোন করে ফ্রি চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, “আমাদের মনোনীত প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেল একজন উচ্চশিক্ষিত এবং যোগ্য নেতা। তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা সফলভাবে বাস্তবায়ন করবেন। তাই সকলকে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে রামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বুলু, যুবদলের সাধারণ সম্পাদক সাগর আলী, সিনিয়র সহসভাপতি ফরহাদ হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, কৃষকদলের সাধারণ সম্পাদক রহমত আলী, শ্রমিক দলের সভাপতি জবেদুল ইসলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সেলিম রেজা, নীলফামারী : 





















