প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৯:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ১০:০২ পি.এম
নির্মীয়মাণ সেতুর রড কেটে বিক্রি : তদন্তে সত্যতা, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

৯ নভেম্বর ২০২৫ :
বগুড়ার ধুনট উপজেলায় গোসাইবাড়ী সাতমাথা-জোড়শিমুল সড়কে মানাস নদীর ওপর প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ সেতুর রড কেটে স্থানীয় বাজারে বিক্রি করার অভিযোগ তদন্তে সত্যতা পেয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। অভিযোগের সত্যতা পাওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে সুপারিশসহ চিঠি পাঠিয়েছেন ধুনট উপজেলা প্রকৌশলী।
জানা যায়, আজ রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় সরেজমিনে এসে নির্মাণাধীন সেতুর রড কেটে বিক্রির অভিযোগ তদন্ত করেন এলজিইডির ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন।
চিঠির সূত্র অনুযায়ী, নির্মীয়মাণ এই সেতুর রড কেটে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন শনিবার বিকেলে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। বিক্রি করা এই রড পরিবহনের সময় স্থানীয় বাসিন্দারা তা হাতে-নাতে আটক করে উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানান।
এর আগেও গত ২০ সেপ্টেম্বর একই কৌশলে সেতুর রড কেটে বিক্রির অভিযোগ উঠেছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের বিরুদ্ধে। সে সময় উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এলজিইডির ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন অভিযোগের সত্যতা পেয়েছেন। তিনি ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য এলজিইডির বগুড়ার নির্বাহী প্রকৌশলীর কাছে সুপারিশসহ চিঠি পাঠিয়েছেন।
এলজিইডি সূত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ী সাতমাথা-জোড়শিমুল সড়কের মানাস নদীর কুটির ঘাট এলাকায় ৬০ মিটার দৈর্ঘ্য ও ৭.৩১ মিটার প্রস্থের এই সেতুটি নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণকাজের দায়িত্বে রয়েছে ইথেন এন্টারপ্রাইজ লিমিটেড নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান।
Copyright © 2025 Nababani.com. All rights reserved.