
দাঁড়িপাাল্লা বিজয়ে লক্ষ্যে হাটহাজারীর ধলই ইউনিয়নে এক নির্বাচনি সভায় চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুর্নীতি, অপশাসন ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক সুযোগ। দেশপ্রেমিক, শান্তিপ্রিয় ও বঞ্চিত ভোটার জনতা এ সুযোগকে কাজে লাগাতে এখন দাঁড়িপাল্লার পক্ষে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। ভোটাধিকার প্রয়োগে জনগুরুত্বপূর্ণ এ দাবি পূরণে সরকার ও নির্বাচন কমিশন ব্যর্থ হলে জাতিকে আবার চরম মূল্য দিতে হতে পারে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এক নির্বাচনি প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এম এ বাশার।
ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন সেক্রেটারি মো. সেলিম উদ্দিন চৌধুরী, কাজী আবুল কালাম, সরওয়ার উদ্দিন সোহেল, জিয়া উদ্দিন বাবলু, সিরাজুল ইসলাম দুলাল, মাওলানা ইউসুফ প্রমুখ।
আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : 





















