
জাতীয় নির্বাচনের আগে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সাপ্তাহিক ছুটির দিন শনিবার (৮ নভেম্বর ২০২৫) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এই রদবদলে ছয়জন ডিসিকে অন্য জেলায় বদলি করা হয়েছে এবং উপসচিব পদমর্যাদার নয়জন কর্মকর্তাকে নতুন করে ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে ঢাকা, গাজীপুর, বগুড়া, নোয়াখালী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ ১৫টি জেলার প্রশাসনে পরিবর্তন এসেছে।
নতুন জেলা প্রশাসকরা হলেন—
| জেলা | নতুন জেলা প্রশাসক | পূর্ববর্তী দায়িত্বস্থান |
|---|---|---|
| ঢাকা | মোহাম্মদ শফিউল আলম | জেলা প্রশাসক, বরগুনা |
| গাজীপুর | মো. আজাদ জাহান | জেলা প্রশাসক, ভোলা |
| নোয়াখালী | আহমেদ কামরুল হাসান | জেলা প্রশাসক, বাগেরহাট |
| বগুড়া | মো. তৌফিকুর রহমান | জেলা প্রশাসক, খুলনা |
| খুলনা | স. ম. জামশেদ খোন্দকার | একান্ত সচিব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) |
| হবিগঞ্জ | আবু হাসনাত মোহাম্মদ আরেফীন | জেলা প্রশাসক, কুষ্টিয়া |
| গাইবান্ধা | মুহাম্মদ নজরুল ইসলাম | জেলা প্রশাসক, সিরাজগঞ্জ |
| বরগুনা | সন্দ্বীপ কুমার সিংহ | প্রধান নির্বাহী কর্মকর্তা, সিলেট জেলা পরিষদ |
| সিরাজগঞ্জ | মো. আমিনুল ইসলাম | সচিব, বিএডিসি |
| মাগুরা | মো. আব্দুল্লাহ আল মাহমুদ | একান্ত সচিব, বাণিজ্য উপদেষ্টা |
| পিরোজপুর | আবু সাঈদ | উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় |
| সাতক্ষীরা | আফরোজা আখতার | জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, পাবনা |
| বাগেরহাট | গোলাম মো. বাতেন | উপপরিচালক, স্থানীয় সরকার, ফেনী |
| কুষ্টিয়া | মো. ইকবাল হোসেন | পরিচালক, রাজউক |
| ভোলা | ডা. শামীম রহমান | উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ |
সরকার আগামী বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে দলনিরপেক্ষ ও কার্যকর রাখার লক্ষ্যে এই বড় ধরনের রদবদল আনা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়োগগুলো অবিলম্বে কার্যকর হবে। নতুন জেলা প্রশাসকরা নিজ নিজ কর্মস্থলে যোগদানের পর স্থানীয় উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি আনবেন বলে আশা করা হচ্ছে।
মো. আব্দুল হামিদ খান, জ্যেষ্ঠ প্রতিনিধি : 



















