
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পরিবেশ সচেতনতা বাড়াতে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী উৎসবমূলক কর্মসূচি আয়োজন করেছে। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তুহিন আলমের নেতৃত্বে পরিচালিত এ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে বায়ু, পানি ও শব্দদূষণ, মাটি দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে বাস্তবসম্মত ধারণা সৃষ্টি করছে।
উৎসবের অংশ হিসেবে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পরিবেশদূষণের ক্ষতিকর প্রভাব, তার প্রতিকারের উপায় এবং জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের জন্য প্রদর্শনী করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্নতা, পরিবেশবিষয়ক উন্মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় নিজেদের অঙ্গীকার ব্যক্ত করে।

কর্মসূচির শেষে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। বিজয়ীদের হাতে শিক্ষা উপকরণ ও গাছের চারা পুরস্কার তুলে দেন উপপরিচালক তুহিন আলম। তিনি বলেন, “পরিবেশ দূষণ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব মনোভাব ও দায়িত্বশীল আচরণ শেখানোই আমাদের লক্ষ্য।”
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই কর্মসূচি পরিচালনার ফলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা গেছে। উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার একাধিক স্কুলে ইতোমধ্যে এ কর্মসূচি সম্পন্ন হয়েছে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।
সচেতন মহল মনে করেন, পরিবেশ অধিদপ্তরের এ ধরনের উৎসবমূলক শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব আচরণে উৎসাহিত করবে এবং বায়ু, পানি, মাটি দূষণ রোধ ও জলবায়ু উন্নয়নে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে পলিথিন ব্যবহারে বিরত থাকা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা চর্চায় শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তন ঘটাতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের এই কার্যক্রম ইতোমধ্যে স্থানীয়ভাবে সুনাম অর্জন করেছে। পরিবেশবান্ধব সমাজ গঠনে এ উদ্যোগ তারুণ্যের উৎসব ২০২৫-কে আরও অর্থবহ করে তুলেছে।
হাফিজুর বাবলু, (জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ) : 






















