
ছাত্র-জনতার সমাবেশে বক্তব্য দিতে আগামীকাল রবিবার বগুড়া-২ আসনের অন্তর্গত শিবগঞ্জে যাচ্ছেন জুলাইযোদ্ধা শহীদ মীর মুগ্ধর যমজ ভাই মীর স্নিগ্ধ।
শনিবার রাতে বিএনপির মিডিয়া সেলের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ওই পোস্টে আরও জানানো হয়, রবিবার দুপুর আড়াইটায় ঐতিহাসিক মহাস্থানে হজরত শাহ সুলতান (রহ.) মাজার জিয়ারত করবেন মীর স্নিগ্ধ।
এরপর বিকেল ৩টায় শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে ছাত্র-জনতার সমাবেশে বক্তব্য দেবেন তিনি।