
গোবিন্দ রায়, ধুনট প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভূতবাড়ি এলাকায় রাতের অন্ধকারে পুলিশ পরিচালিত এক বিশেষ অভিযানে ইয়াবাসহ ধরা পড়েছেন এক মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মজিদ মন্ডল (৪৫)। তিনি ভূতবাড়ি গ্রামের মৃত জয়নাল মণ্ডলের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ ভূতবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় মজিদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিদ স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে উপজেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল আলম জানান, গ্রেপ্তারকৃত মজিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিজস্ব সংবাদ : 






















