
মো আসমত হোসেন, বান্দরবান জেলা প্রতিনিধি :
আল-আমিন সংঘ কর্তৃক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শিক্ষা বৃত্তি ২০২৫, বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৯ঃ০০ ঘটিকার সময় বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার হল রুমে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় ৩০০ শিক্ষার্থীদের নিয়ে এই শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বান্দরবানে ১৫ তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি-২০২৫ অনুষ্ঠিত।এ সময় বৃত্তি পরীক্ষার হলরুম পরিদর্শন করেন বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আউয়াল, আল ফারুক ইনস্টিটিউট এর সহকারী শিক্ষক মোহাম্মদ ফারুক, আলামিন সংঘ এর চেয়ারম্যান মোহাম্মদ জহির।
এ সময় আল-আমিন সংঘ এর চেয়ারম্যান মোহাম্মদ জহির বলেন, ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন উপজেলায় প্রতিবছর এই শিক্ষা বৃত্তির আয়োজন করে থাকেন, এই শিক্ষাবৃত্তি পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেন তাদেরকে উন্নত মানের শিক্ষা সামগ্রী শিক্ষা উপকরণসহ ল্যাপটপ-কম্পিউটার প্রদান করা হয়।
এ সময় পরীক্ষার হল পরিদর্শন শেষে সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আউয়াল বলেন, বান্দরবানের বিভিন্ন স্কুল এই শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, অত্যন্ত সুন্দরভাবে পরীক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে, এত সুন্দর একটি আয়োজনের জন্য আলামিন সংঘ এর পরিচালক কে ধন্যবাদ জানান।
নিজস্ব সংবাদ : 






















