
রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। শনিবার (৮ নভেম্বর) কিয়েভের জ্বালানিমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা জোরদার করেছে। এসব হামলায় দেশটির প্রধান জ্বালানি উৎপাদনকারী প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে শীত মৌসুমে ইউক্রেনে তাপবিভ্রাটের আশঙ্কা দেখা দিয়েছে, কারণ রাশিয়ার ধারাবাহিক আক্রমণে দেশটির জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালাচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়েছে।” তবে তিনি নির্দিষ্ট করে বলেননি কোন কোন অঞ্চল লক্ষ্যবস্তু হয়েছে।
গত চার বছর ধরে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সরবরাহ লাইনসহ গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোকে টার্গেট করছে। এসব হামলায় ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর একটি বড় অংশ ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে।
ওডেসা অঞ্চলের গভর্নর ওলেগ কিপার জানান, শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসায় রাশিয়ার চালানো ড্রোন হামলায় একটি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, ইউক্রেনও সাম্প্রতিক সময়ে মস্কোর জ্বালানি রপ্তানি ব্যাহত করতে রাশিয়ার তেল ডিপো ও শোধনাগারগুলোতে পাল্টা হামলা জোরদার করেছে।
আন্তর্জাতিক ডেস্ক : 

























