
মধ্য আফ্রিকার দেশ চাদের একটি গ্রামে পানি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। বুধবার এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানান।
এন’জামেনা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চাদের সরকারি সম্প্রচার মাধ্যম ওনামা জানায়—গত মঙ্গলবার সাহেল কাউন্টির পশ্চিমে প্রতিবেশী বাহর-আল-গাজেল ও হাদজের-লামিস প্রদেশের দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়।
সরকারের জ্যেষ্ঠ এক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে এএফপি’কে জানান, দুই সম্প্রদায়ের দাবিকৃত জমি ও পানির উৎস নিয়ে এই বিরোধের সূত্রপাত। সংঘর্ষে ৩৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ওনামা জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন মন্ত্রী, স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, সরকারি কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর উপস্থিতি সত্ত্বেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
চাদের একজন জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব জানান, ওই অঞ্চলে ১৯৯৯ ও ২০০৪ সালেও একই ধরনের সংঘর্ষ হয়েছিল, যাতে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছিল।
চাদে আন্তঃসম্প্রদায়িক সহিংসতা প্রায়ই ঘটে, বিশেষ করে গ্রামীণ এলাকায়, যেখানে জমি, পানি ও গবাদিপশু নিয়ে বিরোধ থেকেই অধিকাংশ সংঘর্ষের সূত্রপাত হয়।