প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৪:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৯:৪১ পি.এম
সলঙ্গা হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

রাজশাহী-ঢাকা মহাসড়ককে ব্যবহার করে মাদক পাচারের সময় সিরাজগঞ্জের সলঙ্গায় ২৩৭ গ্রাম উচ্চমানের হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৩ লক্ষ টাকা।
র্যাব-১২ এর সদর কোম্পানির কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র পণ্যবাহী ট্রাকে অভিনব কৌশলে রাজশাহী থেকে ঢাকায় হেরোইনের চালান পাঠাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার ভেংড়ী এলাকায় মহাসড়কে কৌশলগত অবস্থান নেয় র্যাব।
দীর্ঘ অপেক্ষার পর সন্দেহজনক ট্রাকটি এলে সেটিকে থামিয়ে তল্লাশি শুরু হয়। একপর্যায়ে ট্রাকের গোপন চেম্বার থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ট্রাকচালক মোঃ রবিউল ইসলাম (৫৫) ও সহকারী (হেলপার) মোঃ বাবুল শাহ্ (৬০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। দুজনই রাজশাহীর বাসিন্দা।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা একটি বড় মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে পণ্য পরিবহনের আড়ালে রাজশাহীর সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে উচ্চমূল্যে সরবরাহ করত। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 Nababani.com. All rights reserved.