প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৮:৫৩ পি.এম
ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে ডুবে দেড় বছরের শিশু মাহাদীর মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের সিকিপাড়া গ্রামে পানিতে ডুবে মাহাদি (দেড় বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাদি ওই এলাকার সাহাবুল মোল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশুটিকে পাশে না পেয়ে মা শিলা বেগম চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে বসতঘরের পশ্চিম পাশে পানিতে শিশুটিকে মাথা নিচের দিকে ও পা ওপরের দিকে ভাসমান অবস্থায় দেখতে পান। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে পানির ওপরে তোলে। তবে ততক্ষণে শিশুটি মারা যায়।
সংবাদ পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রস্তুত করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2025 Nababani.com. All rights reserved.