
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বহুল আলোচিত মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জাহাঙ্গীর আলমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। জানা যায়, গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক পত্রে প্রধান শিক্ষক আব্দুল মজিদকে তার দায়িত্ব থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে গতকাল ৬ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত জরুরি সভায় প্রশাসনিক কার্যক্রম ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগের কারণে মো. আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সভাপতি আতাউর রহমান জানান, পরবর্তীতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও সার্টিফিকেশন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর নতুন নীতিমালা অনুযায়ী প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্তের মাধ্যমে সুনামধন্য এই বিজ্ঞান স্কুলের ‘লালসালু খ্যাত কলঙ্কিত মজিদ অধ্যায়ের সমাপ্তি’ ঘটল বলে অভিভাবক ও শিক্ষার্থীদের অভিমত।