বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরেও ঢাকা ক্যাপিটালসের মালিক হিসেবে থাকছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। গেল মৌসুমে প্রথমবার দলটির মালিক হিসেবে টুর্নামেন্টে অংশ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন তিনি।
গেল আসরে মাঠে শাকিবের উপস্থিতি গ্যালারিতে উচ্ছ্বাসের নতুন মাত্রা যোগ করেছিল। যদিও ঢাকা ক্যাপিটালস শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি, তবুও শাকিব ছিলেন পুরো আসরের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
প্রথম আসরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও শক্তিশালী দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন শাকিব খান। বিসিবি সূত্রে জানা গেছে, এবারের আসরেও তার প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকবে।
একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিসিবির সঙ্গে পাঁচ বছরের চুক্তি অনুযায়ী আগামী পাঁচ আসরেও শাকিব খান থাকবেন ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিক। যদিও এ বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএল-এর ১২তম আসর, যা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এবারে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে— ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা ও বরিশাল। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।
বর্তমানে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিক চ্যাম্পিয়ন স্পোর্টস, রংপুরের টগি স্পোর্টস, চট্টগ্রামের ট্রায়াঙ্গেল সার্ভিসেস, রাজশাহীর নাবিল গ্রুপ এবং সিলেটের ক্রিকেট উইথ সামি।
রূপালি পর্দার বাইরে খেলাধুলায়ও নিজের অবস্থান তৈরি করছেন শাকিব খান। পরপর দ্বিতীয়বার বিপিএলের দল কিনে নতুন করে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ও আগ্রহ ছড়িয়ে দিয়েছেন এই জনপ্রিয় তারকা।
