
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে তিনি গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে নগরের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরে মোট চারটি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ-বায়েজিদ আংশিক) আসনে গত সোমবার বিএনপি এরশাদ উল্লাহকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে।
বিএনপির মিডিয়া সেল এক বিবৃতিতে জানায়, হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা এরশাদ উল্লাহর ওপর আকস্মিক হামলা চালায় এবং পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, “এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।”