
বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি গ্রামে ঘটে গেছে অবিশ্বাস্য এক ঘটনা!
এক ট্রাকচালকের স্ত্রী, দুই প্রতিবন্ধী কন্যা সন্তানের জননী, প্রায় ১০-১২ দিন আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান। এলাকাবাসীর দাবি, ওই গৃহবধূ স্থানীয় এক গরুর ব্যবসায়ী জাহিদুল (গ্রাম বেলকুচি মধ্য পাড়া ) সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে প্রেমের টানে স্বামী ও সন্তানদের ফেলে ঘরছাড়া হয়েছেন।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রায় ১১ বছর আগে ধুনট পৌরসভার জিঞ্জিরতলা গ্রামের জগৎ জামালের মেয়ে জেসমিন আক্তারের সাথে বিবাহ হয়। তরিকুল ইসলাম সাথে গ্রাম বেলকুচি মধ্যপাড়া , পেশায় ট্রাকচালক হওয়ায় প্রায়ই দেশের বাইরে কাজে থাকতে হয়। এই সুযোগে প্রতিবেশী এক ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় এক প্রতিবেশী বলেন, আমরা অবাক হয়েছি। দুই প্রতিবন্ধী মেয়ে রেখে এমন সিদ্ধান্ত কেউ নিতে পারে- এটা বিশ্বাস করা কঠিন।
আরেকজন বলেন, এ ধরনের ঘটনা সমাজে নৈতিক অবক্ষয়ের ইঙ্গিত দেয়। সংসারের বন্ধন রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ।
ঘটনার পর থেকে পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। পরিবারটি প্রশাসনের সহযোগিতা চাইছে বলে জানা গেছে।