প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৫:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ২:২৮ পি.এম
লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুলবল টুর্নামেন্টে-২০২৫ চ্যাম্পিয়ন হয়েছে রামগঞ্জ উপজেলা ফুটবল একাদশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে জমকালো আয়োজনের মধ্যদিয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। ফাইনালে লক্ষ্মীপুর পৌরসভা ও রামগঞ্জ উপজেলা একাদশের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় রামগঞ্জ উপজেলা।
খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, পুলিশ সুপার মো. আক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া জাহান লাকী, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাসামী, লক্ষ্মীপুর পৌরসভার প্রধান নির্বাহী খান মোহাম্মদ ফারাবী, রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রবিন শীষ, জেলা ক্রীড়া কর্মকর্তা মাইন উদ্দিন মিল্কী, জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, এনসিপির রামগঞ্জ উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মাইন উদ্দিন মাসুদ প্রমুখ।
Copyright © 2025 Nababani.com. All rights reserved.