
বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদার পাড়ার ধানক্ষেত থেকে স্থানীয় বেকারি ব্যবসায়ী জহুরুল ইসলাম (৪০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহুরুল ওই গ্রামের মখলেছুর রহমানের ছেলে এবং স্থানীয়ভাবে বেকারি ব্যবসা করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সোমবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে জরুরি কাজের কথা বলে জহুরুল বাড়ি থেকে বের হন এবং এরপর আর ফিরেননি। মঙ্গলবার সকালে গ্রামের ধানক্ষেতে তার লাশ দেখতে পান এলাকাবাসী।
পুলিশ জানায়, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর এবং সদর থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি দল। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
বগুড়া জেলা প্রতিনিধি : 



















