ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
ঈশ্বরদীতে গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করলেন – হাবিবুর রহমান হাবিব গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে বোতল বোমা নিক্ষেপ ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকদের মানববন্ধন হাটহাজারীতে মডেল মসজিদের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন টেকনাফে অপহৃত কলেজছাত্র হাসান শরীফকে উদ্ধার করেছে র‌্যাব-১৫ দেবীগঞ্জে ৮ হাজার ৬০০ কেজি চায়ের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ চা কারখানার বিরুদ্ধে হাটহাজারীতে দুই দিনে তিন লাশ, মেলেনি পরিচয় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে এনসিপির মনোনয়ন কিনলেন তরুণ নেতা রাশেদুজ্জামান রাশেদ খুলনায় ইনভাইট পিস স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক উৎসব, পুরস্কার বিতরণী ও প্যারেন্টিং মিটিং অনুষ্ঠিত বিশ্বনাথে প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের উদ্বোধন

লামায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ গাছের চারা, সবজি বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন” প্রকল্পের আওতায় উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের মোট ৩০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল মারুফ, সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেদুল হক রাসেল এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মঈন উদ্দিন বলেন,
“সরকারের নির্দেশনা রয়েছে—এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। সেই লক্ষ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারাদেশে পতিত জমি ও বাড়ির আঙিনায় সবজি, মসলা ও ফল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করছে। এতে শুধু পারিবারিক পুষ্টি চাহিদা পূরণই নয়, নারীদের বাড়তি আয়ের সুযোগও তৈরি হচ্ছে।”

অনুষ্ঠানের শেষে অতিথিরা কৃষকদের হাতে ফলজ গাছের চারা, সবজি বীজ, সার ও অন্যান্য উপকরণ তুলে দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

ঈশ্বরদীতে গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করলেন – হাবিবুর রহমান হাবিব

লামায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

আপডেট সময় ০৯:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ গাছের চারা, সবজি বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন” প্রকল্পের আওতায় উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের মোট ৩০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল মারুফ, সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেদুল হক রাসেল এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মঈন উদ্দিন বলেন,
“সরকারের নির্দেশনা রয়েছে—এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। সেই লক্ষ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারাদেশে পতিত জমি ও বাড়ির আঙিনায় সবজি, মসলা ও ফল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করছে। এতে শুধু পারিবারিক পুষ্টি চাহিদা পূরণই নয়, নারীদের বাড়তি আয়ের সুযোগও তৈরি হচ্ছে।”

অনুষ্ঠানের শেষে অতিথিরা কৃষকদের হাতে ফলজ গাছের চারা, সবজি বীজ, সার ও অন্যান্য উপকরণ তুলে দেন।