ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নাশকতার সন্দেহে অভিযান : সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের চট্টগ্রাম বাসভবনে পুলিশ, আটক ৭ ঈশ্বরদীতে গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করলেন – হাবিবুর রহমান হাবিব গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে বোতল বোমা নিক্ষেপ ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকদের মানববন্ধন হাটহাজারীতে মডেল মসজিদের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন টেকনাফে অপহৃত কলেজছাত্র হাসান শরীফকে উদ্ধার করেছে র‌্যাব-১৫ দেবীগঞ্জে ৮ হাজার ৬০০ কেজি চায়ের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ চা কারখানার বিরুদ্ধে হাটহাজারীতে দুই দিনে তিন লাশ, মেলেনি পরিচয় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে এনসিপির মনোনয়ন কিনলেন তরুণ নেতা রাশেদুজ্জামান রাশেদ খুলনায় ইনভাইট পিস স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক উৎসব, পুরস্কার বিতরণী ও প্যারেন্টিং মিটিং অনুষ্ঠিত

রাজধানীতে বেআইনি ড্রাইভিং ট্রেনিং সেন্টারের দৌরাত্ম্য: চালক তৈরির নামে “অ্যাটম বোমা”

সড়কে মৃত্যু যেন আজ নিত্যসঙ্গী। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, নিঃশেষ হচ্ছে জীবন, অঙ্গহানি হচ্ছে অসংখ্য মানুষের। বিশেষজ্ঞদের মতে, এ অবস্থার অন্যতম কারণ দক্ষ চালকের ঘাটতি। আর সেই ঘাটতির সুযোগে রাজধানী ঢাকা শহরের অলিগলিতে গড়ে উঠেছে হাজারো অনুমোদনবিহীন ড্রাইভিং ট্রেনিং সেন্টার।

বিআরটিএর তথ্য অনুযায়ী, সারাদেশে অনুমোদিত ড্রাইভিং ট্রেনিং স্কুলের সংখ্যা প্রায় ১৪৯টি। অথচ শুধুমাত্র ঢাকার উত্তরায়, মিরপুরে, মতিঝিলে, বনশ্রীতে, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে— ড্রেনের উপর দোকান আর ফুটপাত দখল করে স্থাপিত হয়েছে অসংখ্য “টিনের ঘরের” ট্রেনিং সেন্টার; যারা হাজার টাকার বিনিময়ে চালক তৈরি করছে।

উত্তরা পশ্চিম ট্রাফিক বিভাগের একজন ইন্সপেক্টরের সাথে কথা বললে তিনি বলেন, “এগুলো দেখার দায়িত্ব বিআরটিএর। তবে যৌথ অভিযানে হলে আমরা সহায়তা করতে প্রস্তুত।”

অন্যদিকে বিআরটিএর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভ্রাম্যমাণ আদালতের অভাব ও জনবল সংকটের কারণে নিয়মিত অভিযান সম্ভব হচ্ছে না।

সড়ক পরিবহন আইন ২০১৮–এর ৬৩ ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে— অনুমতি ছাড়া কেউ ড্রাইভিং ট্রেনিং সেন্টার চালালে তার জেল ও অর্থদণ্ড হবে। কিন্তু এ আইন কার্যকর না হওয়ায় বেআইনি সেন্টারগুলো চলছে দাপটের সাথে।

রাজধানীর একাধিক অনুমোদিত ট্রেনিং স্কুল ঘুরে দেখা গেছে— শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। কারণ? অপর পাশেই ৩,০০০—৩,৫০০ টাকা অ্যাড দিয়ে “চালক বানানোর” প্রলোভন দেখাচ্ছে অবৈধ প্রশিক্ষণ কেন্দ্রগুলো।

উত্তরার একটি অনুমোদিত ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রতিষ্ঠাতা বলেন, “আমরা ক্লাসরুম, অফিস, লাইসেন্স, ট্রেইনার, কর—সব মেনটেইন করি। তাই কম দামে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। অথচ ফ্লাইওভারের নিচে টিনের দোকান খুলে কেউ চালক বানিয়ে ফেলছে। এতে সড়কে ঝুঁকি বাড়ছে।”

অভিযোগ উঠে এসেছে— এসব অবৈধ ট্রেনিং সেন্টারের অধিকাংশ ছাত্র মৌলিক ট্রাফিক জ্ঞানই রাখেন না। সিগন্যাল, রোড সাইন, লেন ডিসিপ্লিন— কিছুই শেখানো হয় না। শুধু স্টিয়ারিং ধরার প্রশিক্ষণ পেলেই রাস্তায় গাড়ি নিয়ে নামছেন তারা। আর তার ফলেই বাড়ছে দুর্ঘটনা।

অনুমোদিত ড্রাইভিং স্কুল মালিকদের দাবি—
“বিআরটিএ শক্ত অবস্থানে না গেলে ও এই অবৈধ প্রতিষ্ঠানগুলো বন্ধ না করলে দক্ষ চালক তৈরি সম্ভব নয়। ফলে দেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হবে।”

ড্রাইভিং লাইসেন্স করতে হলে অবশ্যই ড্রাইভিং ট্রেনিং স্কুলের সার্টিফিকেট বাধ্যতামূলক করা।
বি আর টি এর অনুমোদিত ড্রাইভিং ট্রেনিং স্কুল গুলোকে সিলেবাস তৈরি করে দেওয়া।
প্রতিনিয়ত বি আর টি এর অনুমোদিত ড্রাইভিং স্কুল গুলো বিআরটিএ মনিটরিং এর আওতাভুক্ত করা।

অনুমোদিত ড্রাইভিং ট্রেনিং স্কুলগুলো নির্ধারিত ফি নিশ্চিত করা। তাহলে প্রত্যেকটি অনুমোদিত ড্রাইভিং ট্রেনিং স্কুল উন্নত বিশ্বের মত আধুনিক ও সুশৃংখল ভাবে চালক তৈরি করতে পারবে বলে আশা ব্যক্ত করেন অনুমতিতে ড্রাইভিং ট্রেনিং স্কুলের মালিকরা।

দুর্ঘটনার শিকার হয়ে স্বজন হারানো সাধারণ মানুষের একটাই প্রশ্ন—“আইন থাকতে কেন বাস্তবায়ন নেই?”

দক্ষ, সচেতন ও প্রশিক্ষিত চালক তৈরি করতে হলে এখনই অবৈধ ড্রাইভিং সেন্টারগুলো বন্ধ এবং নিয়মিত মনিটরিং জরুরি— এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উত্তরা বিআরটিএ মেট্রো ৩ এর উপ পরিচালক মোঃ কাজী মোরসালিন বলেন এটার পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের এনফোর্সমেন্ট স্যার, যিনি হেডকোয়াটারে রয়েছেন ওনাদের জানালে ওনারা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে অভিযান পরিচালনা করবেন।আমাদের নিজস্ব কোন ফোর্স নেই, হেডকোয়াটার থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে থাকে।

অবৈধ ড্রাইভিং ট্রেনিং স্কুল এর বিষয়ে জানতে চাইলে বিআরটিএ এর এনফোর্সমেন্ট শাখার উপ পরিচালক (উপসচিব) হেমায়েত উদ্দিন বলেন আমি বুজতে পেরেছি আপনার প্রশ্ন, আপনার যেই ধরনের অসংগতি চোখে পরেছে, আমার এই নাম্বারে হোয়াইসআপ রয়েছে, তথ্যগুলো দিয়ে সহযোগিতা করেন আমরা ব্যবস্থা নিব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

নাশকতার সন্দেহে অভিযান : সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের চট্টগ্রাম বাসভবনে পুলিশ, আটক ৭

রাজধানীতে বেআইনি ড্রাইভিং ট্রেনিং সেন্টারের দৌরাত্ম্য: চালক তৈরির নামে “অ্যাটম বোমা”

আপডেট সময় ০৭:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

সড়কে মৃত্যু যেন আজ নিত্যসঙ্গী। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, নিঃশেষ হচ্ছে জীবন, অঙ্গহানি হচ্ছে অসংখ্য মানুষের। বিশেষজ্ঞদের মতে, এ অবস্থার অন্যতম কারণ দক্ষ চালকের ঘাটতি। আর সেই ঘাটতির সুযোগে রাজধানী ঢাকা শহরের অলিগলিতে গড়ে উঠেছে হাজারো অনুমোদনবিহীন ড্রাইভিং ট্রেনিং সেন্টার।

বিআরটিএর তথ্য অনুযায়ী, সারাদেশে অনুমোদিত ড্রাইভিং ট্রেনিং স্কুলের সংখ্যা প্রায় ১৪৯টি। অথচ শুধুমাত্র ঢাকার উত্তরায়, মিরপুরে, মতিঝিলে, বনশ্রীতে, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে— ড্রেনের উপর দোকান আর ফুটপাত দখল করে স্থাপিত হয়েছে অসংখ্য “টিনের ঘরের” ট্রেনিং সেন্টার; যারা হাজার টাকার বিনিময়ে চালক তৈরি করছে।

উত্তরা পশ্চিম ট্রাফিক বিভাগের একজন ইন্সপেক্টরের সাথে কথা বললে তিনি বলেন, “এগুলো দেখার দায়িত্ব বিআরটিএর। তবে যৌথ অভিযানে হলে আমরা সহায়তা করতে প্রস্তুত।”

অন্যদিকে বিআরটিএর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভ্রাম্যমাণ আদালতের অভাব ও জনবল সংকটের কারণে নিয়মিত অভিযান সম্ভব হচ্ছে না।

সড়ক পরিবহন আইন ২০১৮–এর ৬৩ ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে— অনুমতি ছাড়া কেউ ড্রাইভিং ট্রেনিং সেন্টার চালালে তার জেল ও অর্থদণ্ড হবে। কিন্তু এ আইন কার্যকর না হওয়ায় বেআইনি সেন্টারগুলো চলছে দাপটের সাথে।

রাজধানীর একাধিক অনুমোদিত ট্রেনিং স্কুল ঘুরে দেখা গেছে— শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। কারণ? অপর পাশেই ৩,০০০—৩,৫০০ টাকা অ্যাড দিয়ে “চালক বানানোর” প্রলোভন দেখাচ্ছে অবৈধ প্রশিক্ষণ কেন্দ্রগুলো।

উত্তরার একটি অনুমোদিত ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রতিষ্ঠাতা বলেন, “আমরা ক্লাসরুম, অফিস, লাইসেন্স, ট্রেইনার, কর—সব মেনটেইন করি। তাই কম দামে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। অথচ ফ্লাইওভারের নিচে টিনের দোকান খুলে কেউ চালক বানিয়ে ফেলছে। এতে সড়কে ঝুঁকি বাড়ছে।”

অভিযোগ উঠে এসেছে— এসব অবৈধ ট্রেনিং সেন্টারের অধিকাংশ ছাত্র মৌলিক ট্রাফিক জ্ঞানই রাখেন না। সিগন্যাল, রোড সাইন, লেন ডিসিপ্লিন— কিছুই শেখানো হয় না। শুধু স্টিয়ারিং ধরার প্রশিক্ষণ পেলেই রাস্তায় গাড়ি নিয়ে নামছেন তারা। আর তার ফলেই বাড়ছে দুর্ঘটনা।

অনুমোদিত ড্রাইভিং স্কুল মালিকদের দাবি—
“বিআরটিএ শক্ত অবস্থানে না গেলে ও এই অবৈধ প্রতিষ্ঠানগুলো বন্ধ না করলে দক্ষ চালক তৈরি সম্ভব নয়। ফলে দেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হবে।”

ড্রাইভিং লাইসেন্স করতে হলে অবশ্যই ড্রাইভিং ট্রেনিং স্কুলের সার্টিফিকেট বাধ্যতামূলক করা।
বি আর টি এর অনুমোদিত ড্রাইভিং ট্রেনিং স্কুল গুলোকে সিলেবাস তৈরি করে দেওয়া।
প্রতিনিয়ত বি আর টি এর অনুমোদিত ড্রাইভিং স্কুল গুলো বিআরটিএ মনিটরিং এর আওতাভুক্ত করা।

অনুমোদিত ড্রাইভিং ট্রেনিং স্কুলগুলো নির্ধারিত ফি নিশ্চিত করা। তাহলে প্রত্যেকটি অনুমোদিত ড্রাইভিং ট্রেনিং স্কুল উন্নত বিশ্বের মত আধুনিক ও সুশৃংখল ভাবে চালক তৈরি করতে পারবে বলে আশা ব্যক্ত করেন অনুমতিতে ড্রাইভিং ট্রেনিং স্কুলের মালিকরা।

দুর্ঘটনার শিকার হয়ে স্বজন হারানো সাধারণ মানুষের একটাই প্রশ্ন—“আইন থাকতে কেন বাস্তবায়ন নেই?”

দক্ষ, সচেতন ও প্রশিক্ষিত চালক তৈরি করতে হলে এখনই অবৈধ ড্রাইভিং সেন্টারগুলো বন্ধ এবং নিয়মিত মনিটরিং জরুরি— এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উত্তরা বিআরটিএ মেট্রো ৩ এর উপ পরিচালক মোঃ কাজী মোরসালিন বলেন এটার পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের এনফোর্সমেন্ট স্যার, যিনি হেডকোয়াটারে রয়েছেন ওনাদের জানালে ওনারা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে অভিযান পরিচালনা করবেন।আমাদের নিজস্ব কোন ফোর্স নেই, হেডকোয়াটার থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে থাকে।

অবৈধ ড্রাইভিং ট্রেনিং স্কুল এর বিষয়ে জানতে চাইলে বিআরটিএ এর এনফোর্সমেন্ট শাখার উপ পরিচালক (উপসচিব) হেমায়েত উদ্দিন বলেন আমি বুজতে পেরেছি আপনার প্রশ্ন, আপনার যেই ধরনের অসংগতি চোখে পরেছে, আমার এই নাম্বারে হোয়াইসআপ রয়েছে, তথ্যগুলো দিয়ে সহযোগিতা করেন আমরা ব্যবস্থা নিব।