
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ৫৮তম বান্দরবান উদালবনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব।
আজ (৪ নভেম্বর) রোজ মঙ্গলবার, উদালবনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ধর্মীয় উৎসবে প্রভাত থেকেই দায়ক-দায়িকাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সমগ্র বিহার এলাকা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃ ওয়েইংনাসারা মহাথেরো। বান্দরবান সদর উদালবনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে পরিচালনা, উঃ পাইন্দাবংস মহাথেরো, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাইক্যছড়া আগাপাড়া বৌদ্ধ বিহার পরিচালনা, খেমাচারা মহাথের, উঃ চান্দাসারা থের, উঃ উদারা ভান্তে, বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ভক্তবৃন্দ। ধর্মীয় গান, পঞ্চশীল গ্রহন, বুদ্ধপূজা, সংঘদান ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের পরিবেশকে আরো পবিত্র ও আনন্দঘন করে তোলে।
সভাপতির বক্তব্যে উঃ ওয়েইংনাসারা মহাথেরো বলেন— “প্রত্যেক বছর কঠিন চীবর দান উৎসব আমাদের আত্মিক উন্নতির পাশাপাশি সমাজে ঐক্যের বন্ধন সৃষ্টি করে। দান মানে কেবল বস্তু দান নয়, এটি এক ধরনের মানসিক পরিশুদ্ধি ও কল্যাণ সাধন।”
দিনব্যাপী এ উৎসব শেষে অনুষ্ঠিত হয় সম্মিলিত প্রার্থনা ও ভিক্ষু সংঘের আশীর্বাদ প্রদান।
অবশেষে উপস্থিত সকলে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
মোঃ সুমন খান : 



















