ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়—এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মৃত আলহাজ্ব শাহজাহান খানের পুত্র, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. শিপলু খান। সভাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় গলাচিপা বিএনপির কার্যালয়ে।
সভায় গলাচিপা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সাংবাদিকরা উপজেলার সার্বিক উন্নয়ন, গণমানুষের সমস্যা, স্থানীয় প্রশাসনিক চ্যালেঞ্জ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
আলহাজ্ব মো. শিপলু খান বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা দেশ ও সমাজের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরেন। গলাচিপা উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রেক্ষাপটে সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই পারে সমাজে ন্যায়বিচার ও সচেতনতা প্রতিষ্ঠা করতে। আমি সবসময় সাংবাদিকদের পাশে ছিলাম, আছি এবং থাকব।”
সভায় তিনি যুব সমাজকে রাজনৈতিক শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল, আর এ লড়াইয়ে তরুণরাই প্রধান শক্তি। তিনি বলেন, “আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানের একজন সৈনিক হিসেবে আজীবন দলের জন্য কাজ করতে চাই। আমার বাবা এই দলের জন্য জীবন উৎসর্গ করেছেন, এবং আমিও দলের একজন সক্রিয় কর্মী হয়ে ১০০% নিজেকে উৎসর্গ করে কাজ করতে চাই।”
সাংবাদিকরা স্থানীয় সমস্যা যেমন নদীভাঙন, কর্মসংস্থান সংকট, যোগাযোগ অবকাঠামোর দুর্বলতা ও শিক্ষা খাতের অব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন এবং প্রশাসন ও রাজনৈতিক নেতাদের আরও কার্যকর ভূমিকা নেওয়ার প্রত্যাশা প্রকাশ করেন।
সভা শেষে আলহাজ্ব শিপলু খান সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং গলাচিপার উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
পটুয়াখালী প্রতিনিধি : 




















