প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৩:০৮ পি.এম
বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের জনপ্রতিনিধি-প্রবাসী সংবর্ধিত

সিলেটের বিশ্বনাশে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে উপজেলার তিন জনপ্রতিনিধি ও চার প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ সংগঠনের কার্যালয়ে এলাকার উন্নয়ন-অগ্রগতিতে বিশেষ অবদান রাখার কারণে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী আবু শাহাদৎ মোহাম্মদ মনসুর, আনহার মিয়া, বেলাল মিয়া, আলম মিয়া।
সংগঠক নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও ওয়াসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আখতার হোসেন রানা, বাবুল মিয়া, দেলোয়ার হোসেন, আজিজুল হোসেন, সোহেল মিয়া, জয়নাল খান, আমির হামজা রুকেল, শাহ লায়েক, আব্দুল মুত্তাকিন, সাব্বির আহমদ, শাফিন আহমদ, জামিল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ‘শাহ ফাউন্ডেশন’র পক্ষ থেকে সংবধিত অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2025 Nababani.com. All rights reserved.