
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তেলচুরি ও মাদক ব্যবসায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। অভিযানটি সোমবার (৪ নভেম্বর) ভোররাতে পরিচালিত হয়।
আটককৃতরা হলো মো. সুলতান (১৯), মো. বাবু (২৬) ও মো. জনি (২৫)। তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, একটি ধারালো রামদা, ৪০ পিস ইয়াবা, লক ভাঙার সরঞ্জাম, তেল চুরির সরঞ্জাম, নগদ ৫ হাজার ৪০০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন ১৫ আরই ব্যাটালিয়নের ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং নগরকান্দা থানার পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযানটি পরিচালিত হয়। ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে হাইওয়ের পাশে থেমে থাকা বাস ও মালবাহী ট্রাক থেকে তেলচুরির সময় অভিযুক্তদের আটক করা হয়।
অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পিকআপ ভ্যানসহ পালানোর চেষ্টা করে। দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় গাছে ধাক্কা খায়। পরে গাড়ি তল্লাশি করে ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, নগদ অর্থ ও তেল চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের তালিকা প্রস্তুত করে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “তেলচোর ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। এলাকায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় জনগণের সহযোগিতা প্রয়োজন।”
সেনাবাহিনী সূত্র জানায়, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। জনগণকে তথ্য দিয়ে সেনা ক্যাম্পসমূহকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।