বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনে মনোনয়ন পেয়েছেন ভিপি আইনুল হক।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় বিএনপির পক্ষ থেকে সিরাজগঞ্জ–৩ আসনে আমাকে মনোনীত করা হয়েছে। এটি আমার জীবনের এক মহান দায়িত্ব ও ইমানি অঙ্গীকার।”
তিনি বিএনপির চেয়ারপারসন ও গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দলের হাইকম্যান্ড ও সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান, যাদের আস্থা ও দোয়ায় এই সুযোগ পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিপি আইনুল হক বলেন, “আপনাদের ভালোবাসা, ত্যাগ ও সমর্থনই আমার শক্তি। যারা বিএনপির রাজনীতি করতে গিয়ে নির্যাতন, জেল–মামলার শিকার হয়েছেন-তাদের ত্যাগ আমার প্রেরণা।”
তিনি আরও বলেন, “এই মনোনয়ন আমার কাছে শুধু রাজনৈতিক দায়িত্ব নয়; এটি আমার জীবনের অঙ্গীকার। আমি প্রতিজ্ঞা করছি-গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে সর্বশক্তি নিয়োগ করব। তরুণদের কর্মসংস্থান, কৃষকের ন্যায্য মূল্য ও সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করব।”
শেষে তিনি দেশবাসীর দোয়া কামনা করে বলেন, “আল্লাহ তায়ালা যেন আমাকে দেশনেত্রী ও দেশনায়কের সম্মান অক্ষুণ্ণ রেখে জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করার তৌফিক দান করেন। জয় হোক গণতন্ত্রের, জয় হোক ধানের শীষের।”
