
লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল কলেজে নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট একটি কক্ষ বরাদ্দের দাবিতে আবেদন জানিয়েছে ইসলামী ছাত্র শিবির।
সোমবার (৩ নভেম্বর) কলেজের অধ্যক্ষ বরাবর সংগঠনটির রামগঞ্জ মডেল কলেজ শাখার নেতৃবৃন্দ আবেদনপত্র জমা দেন।
আবেদনে উল্লেখ করা হয়, কলেজের মুসলিম শিক্ষার্থীরা দৈনন্দিন নামাজ আদায়ে উপযুক্ত স্থানের অভাবে সমস্যায় পড়ছেন। তাই কলেজ প্রাঙ্গণে নামাজের জন্য একটি নির্দিষ্ট কক্ষ বরাদ্দের দাবি জানানো হয়েছে।
আবেদন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
মোহাম্মদ আলী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : 



















