
ফেসবুক এখন আর শুধু সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম নয়—এটি লাখো কনটেন্ট ক্রিয়েটরের জন্য আয়ের একটি বড় মাধ্যম। অনেকেই প্রোফাইলে ‘Professional Mode’ চালু করে ভিডিও, রিল ও ফটো পোস্টের মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করছেন। কিন্তু অনেকের অভিযোগ, তাদের কনটেন্টের রিচ ও এনগেজমেন্ট কমছে, ফলোয়ারও বাড়ছে না।
বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ হলো একটি গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধ থাকা। এই সেটিংসটি চালু করলে ফেসবুক আপনার কনটেন্ট আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দেয়।
কীভাবে সেটিংসটি চালু করবেন:
এভাবে সেটিংসটি সক্রিয় করলে আপনার প্রোফাইল বা পেজ ফেসবুকের রিকমেন্ডেশনে আরও বেশি দেখা যাবে। ফলে রিচ ও এনগেজমেন্ট বাড়বে।
কেন এটি গুরুত্বপূর্ণ:
বর্তমানে অনেকেই ‘invite-only’ বা ‘waitlist’-এ আছেন মনিটাইজেশনের জন্য। ফেসবুক ডিসেম্বরের মধ্যে আরও অনেক ক্রিয়েটরকে এই সুবিধার আওতায় আনবে। তাই এখনই প্রোফাইল অপটিমাইজ করা জরুরি। নিয়মিত ভালো কনটেন্ট পোস্টের পাশাপাশি এই সেটিংস চালু থাকলে রিচ ও আয়ের সুযোগ উভয়ই বাড়বে।
শুধু সেটিংস অন করলেই নয়, ধারাবাহিকভাবে মানসম্মত কনটেন্ট তৈরিই সাফল্যের মূল চাবিকাঠি।