
গাজীপুরে চাঞ্চল্যকর রনি হাসান হত্যা মামলার প্রধান আসামি ফাহাদ সরকার টুটুল (৩১)কে গ্রেফতার করেছে র্যাব-১। রবিবার (২ নভেম্বর) র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভারপ্রাপ্ত মিডিয়া) পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামি শনিবার (১ নভেম্বর) দুপুরে গাজীপুর মেট্রো সদর থানাধীন মনুরখোলা এলাকা থেকে ধরা পড়েন। তিনি গাজীপুর সদর থানার হাড়ীনাল এলাকার বাশির সরকারের ছেলে। আসামির কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও একটি চাইনিজ ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়েছে। র্যাব তাকে সদর মেট্রো থানায় হস্তান্তর করলে, পুলিশ রবিবার বেলা সাড়ে ১১টায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
ভিকটিম রনি হাসান পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের মৃত আলাউদ্দিন খাঁর ছেলে। তিনি রাজধানীর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাড়া থাকতেন। হত্যাকাণ্ড ঘটে (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে, তার পিঠে, ঘাড়ে এবং দুই পায়ের উরুতে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্ত্রী সাবিনা আক্তার হত্যার অভিযোগে গাজীপুর মেট্রো সদর থানায় মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহাদ সরকার টুটুল হত্যায় সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। র্যাব জানায়, আর্থিক লেনদেনের বিরোধের জেরে রনিকে হত্যা করা হয় এবং হত্যার ঘটনাকে আত্মহত্যা বা দুর্ঘটনা হিসেবে দেখানোর জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় রেখে আসামি ও তার সহযোগীরা পালিয়ে যায়।