
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুকসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিনের নির্দেশনায় থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক অস্ত্র মামলার আসামি মনিরুল হক (৫০) কে গ্রেফতার করে। তিনি কোদালিয়াকাটা (ছমুদা বড় বাড়ি), ৮নং ওয়ার্ড, ঈদগড় ইউনিয়ন, রামু থানার মৃত আবদুল জলিলের ছেলে।
অভিযানের সময় মনিরুল হকের কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঈদগাঁও থানা পুলিশ জানায়, “অস্ত্রধারী মনিরুল হক দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর উদ্ধারকৃত বন্দুকসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।