
উত্তর বড় শিধলকুড়ায় “নাজতুল আবেদীন (প্রস্তাবিত) দাখিল মাদ্রাসা” প্রতিষ্ঠার উদ্যোগ — ধর্মীয় শিক্ষার প্রসারে এলাকাবাসীর উচ্ছ্বাস
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার উত্তর বড় শিধলকুড়া ৫নং ওয়ার্ডে “নাজতুল আবেদীন (প্রস্তাবিত) দাখিল মাদ্রাসা” প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামি শিক্ষা বিস্তারে এ মাদ্রাসাটি স্থানীয় ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে বলে জানিয়েছেন এলাকাবাসী।
অত্র মাদ্রাসার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াস কাজী। এছাড়া থানা আমির মাওলানা সাইফুল ইসলাম, অধ্যক্ষ মো. তাছলীম উদ্দিন, সাবেক উপাধ্যক্ষ জাফর আহাম্মেদ এবং ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার মাওলানা আবুবকর ছিদ্দিকসহ এলাকার বিশিষ্ট শিক্ষা ও সমাজসেবীরা এ উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন।
এছাড়াও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব বোরহান উদ্দিন, আ. গনি মাদবর মেম্বার, শাহজাহান মাস্টার, আ. রশিদ সরদার, জব্বার ফরাজী, আমিন উদ্দিন সরদার, সুজন মুন্সী, মাসুম মুন্সী, সুজন সরদার, মনির সরদার, মিরাজ মাস্টার, লিটন সরদার, মাসুম সরদার, জাহাঙ্গীর সরদারসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সুপার, সহ-সুপার, ইমাম, মুয়াজ্জিন ও গণ্যমান্য মুরবীগণ মাদ্রাসার কার্যক্রমে সহযোগিতা করছেন।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব আ. ছাত্তার মাস্টার এবং সুপার মাওলানা মামুনুর রশিদের নেতৃত্বে মাদ্রাসার প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।
মাদ্রাসাটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলে এলাকার শিক্ষার্থীরা মানসম্মত ইসলামি ও সাধারণ শিক্ষার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষজন।
