প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ১১:১১ পি.এম
গাড়াদিয়া বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল তিনটার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী গত কয়েকদিন যাবৎ ধরে ওই এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিলেন। তবে এলাকাবাসী তার নাম ঠিকানা বা-পরিচয় কেউ জানাতে পারেননি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Copyright © 2025 Nababani.com. All rights reserved.