রাঙামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের সফল অভিযানে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চৌধুরীপাড়া এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে এবং জোন কমান্ডারের নির্দেশনায় একটি টহলদল চৌধুরীপাড়া–দীঘিনালা রুটে বিশেষ অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার দুপুর আনুমানিক তিনটার দিকে অপারেশন দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে অভিযান শুরু করে। একটি দল ‘মনের মানুষ’ সংলগ্ন পূর্ব পাশের রাস্তায় এবং অপর দলটি চৌধুরীপাড়া থেকে উত্তরমুখী রাস্তায় অবস্থান নেয়।
তথ্য অনুযায়ী, চোরাকারবারীরা ‘মনের মানুষ’ সংলগ্ন রাস্তাটি দিয়ে পণ্য পরিবহন করছিল। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা রাস্তা পরিবর্তন করে চৌধুরীপাড়া রোডের দিকে আসে। আনুমানিক বিকেল ৩টার দিকে সেনাবাহিনীর টহলদল কাছে আসার পর চোরাকারবারীরা বস্তাবন্দী পণ্য ফেলে পার্শ্ববর্তী পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়।
পরে সেনা টহলদলের কমান্ডারের নেতৃত্বে তল্লাশির মাধ্যমে ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করা হয়। এতে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব পণ্য খাগড়াছড়ির দীঘিনালা এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত ও আটক প্রক্রিয়া চলছে। বর্তমানে পুরো এলাকা সেনাবাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে।
লংগদু সেনা জোন কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
