প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৫:৩৫ পি.এম
ধামইরহাটে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৩

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
গত ৩০ অক্টোবর বৃহঃবার রাত সাড়ে ৮ টার সময় নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ধামইরহাট উপজেলার হরিতকিডাঙ্গা গ্রামের পশ্চিমে এ ঘটনাটি ঘটেছে। মোটরসাইকেল চালক নিহত হাবিব(২২) উপজেলার উত্তর চকরহমত গ্রামের ইয়াছিনের ছেলে। হাবিব ধামইরহাট সদরে কসমেটিকের দোকান করতো। অপর মোটরসাইকেল আরোহী সাতানা গ্রামের নুর ইসলামের ছেলে আবু মুসা (২৬) আশংকা জনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন আছে তরে অবস্থা খুব একটা ভালো নয়।
ভ্যানের আরোহী একই উপজেলার রামপ্রসাদ গ্রামের সাহেব আলীর ছেলে মুরাদ(৩৮) ও ভ্যান চালক আঙ্গরত গ্রামের আঃ গফুরের ছেলে ইউনুস (৬০) বলেন, "ভ্যানযোগে হরিতকি ডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে সামনের দিক থেকে একটি মোটরসাইকেল আরেকটি মোটরসাইকেলকে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। " আহত ভ্যান চালক ইউনুস ও আরোহী মুরাদ ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
Copyright © 2025 Nababani.com. All rights reserved.