প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৪:২৯ পি.এম
“শখের পালনে সমৃদ্ধি” – তাড়াশের জোহর আকন্দের ভেড়া খামারের উজ্জ্বল গল্প

সিরাজগঞ্জের তাড়াশে শখের ভেড়া পালন আজ অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত খুলেছে। স্থানীয়রা কৃষিকাজের পাশাপাশি বসতবাড়ির আশেপাশে ভেড়া পালন শুরু করেছেন, কম খরচ ও তুলনামূলক সহজ ব্যবস্থাপনার কারণে এই উদ্যোগ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
স্থানীয় কৃষক জোহর আকন্দ চার বছর আগে শখের বশে দুই মহিলা ও একটি পুরুষ ভেড়া কিনে পালনের যাত্রা শুরু করেন। প্রথম বছর বাচ্চা না পেলেও পরবর্তী বছরে মা ভেড়াগুলো বাচ্চা দিতে শুরু করে এবং ধীরে ধীরে তার খামার ব্যবসায় রূপ নেয়। বর্তমানে তার খামারে ৫০টি ভেড়া রয়েছে, যেখানে মহিলা ভেড়ার সংখ্যা প্রাধান্য রাখে।
জোহর আকন্দ বলেন, “বর্ষাকালে প্রতিদিন ভেড়াগুলো পুকুর পাড় পারাপার করা কষ্টসাধ্য, কিন্তু খামার থেকে অর্জিত আয় ও সন্তুষ্টি সব কষ্টকে তুচ্ছ করে দেয়।” মা ভেড়া বছরে দুইবার বাচ্চা দেয়, যা দিয়ে ২০টি মা ভেড়ার খামার থেকেই বছরে প্রায় তিন লাখ টাকা আয় সম্ভব।
স্থানীয়রা তার উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন, যা বেকার যুবকদেরও ভেড়া পালন শুরু করার অনুপ্রেরণা দেবে। তাড়াশ উপজেলা প্রাণীসম্পদ অফিসার আমিনুল ইসলাম জানান, খামারিদের চিকিৎসা ও পরামর্শ প্রদানের মাধ্যমে ভেড়া পালন লাভজনক ও স্বাদে সমৃদ্ধ।
শখের বীজ বপনই জোহর আকন্দকে এনে দিয়েছে স্বাবলম্বী ও সম্মানজনক জীবিকা।
Copyright © 2025 Nababani.com. All rights reserved.