
নওগাঁর ধামইরহাটে জাকের পার্টির জনসভা, র্যালি, দোয়া ও তাবারক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের খেলনা ঝুলুর মোড়ে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জাকের পার্টি ধামইরহাট উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আলাল হোসেন।
সভায় জাকের পার্টিতে যোগদানের গুরুত্ব ও পার্টির সেবামূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন জেলা জাকের পার্টির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মধু এবং বগুড়া সাংগঠনিক বিভাগের ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনসভা শেষে দোয়া ও তাবারক বিতরণ করা হয় এবং পরবর্তীতে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বক্তারা জনগণকে জাকের পার্টির পাশে থাকার আহ্বান জানান এবং গোলাপ ফুল প্রতীকে ভোট প্রার্থনা করেন।