প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৪:০৭ পি.এম
ভূমি অধিগ্রহণ জালিয়াতি বিরোধী আমরণ অনশন ভঙ্গ করালেন ময়মনসিংহ জেলা প্রশাসক

ভূমি অধিগ্রহণে জালিয়াতির প্রতিবাদে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে চলমান আমরণ অনশন কর্মসূচি বৃহস্পতিবার বিকেলে ভঙ্গ করা হয়েছে। জেলা প্রশাসক নিজেই অনশনকারীদের হাতে পানি তুলে দিয়ে অনশন ভঙ্গ করান।
জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার কিসমত এলাকার একাধিক পরিবার দীর্ঘদিন ধরে ভূমি অধিগ্রহণ অফিসের জালিয়াতি চক্রের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছিলেন। তাদের দাবি ছিল, প্রকৃত মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান এবং জালিয়াতদের দৃষ্টান্তমূলক শাস্তি। এসব দাবির ন্যায্য সমাধান না হওয়ায় গত কয়েকদিন ধরে কিসমত এলাকার ভুক্তভোগীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেন।
অবশেষে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক অনশনস্থলে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং দাবিগুলো যাচাই করে দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। জেলা প্রশাসকের এই আশ্বাসে অনশনকারীরা মানবিক বিবেচনায় অনশন ভঙ্গ করেন।
অনশনকারীরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমরা বিশ্বাস করি, প্রশাসনের পক্ষ থেকে এখন সঠিক বিচার পাবো।”
অন্যদিকে স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসকের মানবিক উদ্যোগ ও দ্রুত হস্তক্ষেপের প্রশংসা করেছে।
Copyright © 2025 Nababani.com. All rights reserved.