
কক্সবাজারে “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়” শীর্ষক স্কুল বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় ও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অংশ নেয় দুটি শিক্ষা প্রতিষ্ঠান।
ফাইনাল রাউন্ডে বিতর্কের পক্ষে অংশ নেয় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষে অংশ নেয় কক্সবাজার মডেল হাই স্কুল। উত্তেজনাপূর্ণ ও ঘনিষ্ঠ লড়াইয়ে মাত্র ০.৫ মার্কের ব্যবধানে বিজয়ী হয় বিপক্ষ দল—কক্সবাজার মডেল হাই স্কুল। রানার্স-আপ হয় পক্ষ দল—বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “দুর্নীতি শুধু অর্থনৈতিক নয়, নৈতিক ক্ষয়েরও প্রতীক। জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিমুক্ত থাকা শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব। আগামী প্রজন্মের হাতেই গড়ে উঠবে সুশাসনের বাংলাদেশ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ইমরান হোসাইন সজীব, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) মো. নাছির উদ্দিনসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।