প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ৪:৫১ পি.এম
'মাদক থেকে মুক্ত হওয়া' প্রচারাভিযান: বিলাইছড়ি কলেজ ও উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী পরিদর্শন

যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে আজ বিলাইছড়ি কলেজ এবং বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে।
পরিদর্শক এসআই মোঃ মনিরুজ্জামান-এর নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ দল এই অভিযানে অংশ নেয়। দলের অন্য সদস্যরা হলেন একজন এসআই, দুইজন এএসআই, চারজন সিপাহী এবং দুইজন আউটসোর্সিং সদস্য। শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে দূরে থাকতে উৎসাহিত করা। শিক্ষাঙ্গনে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা। 'মাদক থেকে মুক্ত হওয়া' শীর্ষক প্রচারাভিযানের গুরুত্ব তুলে ধরে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোচনা করা।
এই সময় উপস্থিত ছিলেন বিলাইছড়ি কলেজের প্রভাষিকা মিসেস ইয়াছমিন সুলতানা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, সহকারী শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী। উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা মাদকবিরোধী এই উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং একটি স্বাস্থ্যকর ও মাদকমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে।
Copyright © 2025 Nababani.com. All rights reserved.