
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তির আবেদন কার্যক্রম আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার পঞ্চাশ (১,০৫০) টাকা, যা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক—সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক—অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড ও মোবাইল ফিন্যান্সিয়াল সেবার মাধ্যমে জমা দিতে হবে।
ভর্তির জন্য শিক্ষার্থীদের ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিটভিত্তিক ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে—বিজ্ঞান ইউনিটে এসএসসি ও এইচএসসির জিপিএ যোগফল ন্যূনতম ৮ (প্রতিটিতে আলাদাভাবে কমপক্ষে ৩.৫), কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে যোগফল ন্যূনতম ৭.৫ (প্রতিটিতে ৩), আর চারুকলা ইউনিটে যোগফল ন্যূনতম ৬.৫ (প্রতিটিতে ৩)।
ঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে—চারুকলা ইউনিট ২৯ নভেম্বর, আইবিএ ইউনিট ২৮ নভেম্বর, ব্যবসায় শিক্ষা ইউনিট ৬ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৩ ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিট ২০ ডিসেম্বর। আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুরে অনুষ্ঠিত হবে।