
দুর্নীতির অভিযোগের ভিত্তিতে রাঙ্গামাটি জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন এবং মো. রাজু আহমেদ। অভিযান চলাকালে হাসপাতালে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। সকাল ৯টার দিকে দুদক কর্মকর্তারা হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করেন। তখন দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্টাফদের অনেকে যথাসময়ে উপস্থিত হননি। উপস্থিত ছিলেন না উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান রাজুও। তিনি ছুটিতে নেই, তবে কোথায় অবস্থান করছেন সে বিষয়ে সিভিল সার্জনও অবগত নন।
দুদকের অভিযানে হাসপাতালের খাবার সরবরাহে অনিয়ম, ওষুধ ব্যবস্থাপনায় শৃঙ্খলার অভাব এবং সামগ্রিক পরিবেশের অব্যবস্থাপনা ধরা পড়ে। দেখা যায়, এক ব্যক্তির লাইসেন্স ব্যবহার করে অন্যজন খাবার সরবরাহ করছেন, এবং খাবারের তালিকায় নির্ধারিত আইটেম নিশ্চিত করা যাচ্ছে না।
এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে আমরা সকাল ৯টা থেকে হাসপাতালে অবস্থান করি এবং সেখানে ভয়াবহ অনিয়ম দেখতে পাই। হাসপাতালের বিভিন্ন সম্পদ অব্যবস্থাপনার কারণে নষ্ট হচ্ছে। এমনকি সদ্য নির্মিত ৫০ শয্যা ভবনে বড় বড় ফাটল দেখা গেছে। আমরা সব অনিয়মের তথ্য সংগ্রহ করেছি, শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”