
গত ১২/০৭/২০২২ তাসরিফুল হক ফারুক, পিতাঃতাসাদ্দারুল হক,বয়সঃ৩৮,হোল্ডিং নং ৪৬৬,নতুন বিলশিমলা,রাজপাড়া,জিপিও ৬০০০,রাজশাহী বেলা আনুমানিক বিকাল ৩.৩৫ মিনিট ০১৯১৪৩৬৭৩৮৬ মোবাইল নং থেকে প্রাননাশের হুমকি দেওয়া হয়।সে সময় ভিকটিম চারঘাট ইসলামি এজেন্ট ব্যাংকিং শাখায় কর্মরত ছিলেন। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে চারঘাট থানায় একটি অভিযোগ করেছেন বর্তমানে থানা অফিসার ইনচার্জ তদন্ত করছেন বলে জানা গেছে।