প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৫, ৭:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৫, ১২:৫৮ পি.এম
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সুনিল মার্ডীর

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় সুনিল মার্ডী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার রাণীগঞ্জ নওরীন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুনিল মার্ডী উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের নন্দনপুর (ওসমানপুর) এলাকার মৃত ময়েন মার্ডীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুনিল মার্ডী সন্ধ্যার দিকে নওরীন ফিলিং স্টেশন সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চাল বোঝাই অবস্থায় থাকা একটি ট্রাক (নম্বর: পিরোজপুর-ট ১১-০৩৪৪) তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে তার শরীরের বাম হাত ছিঁড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ট্রাকটি আটক করে রাখেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।”
Copyright © 2025 Nababani.com. All rights reserved.