
বান্দরবানের থানচিতে শনিবার রাত আনুমানিক ১:৪৫ নাগাদ বলি বাজারে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ এক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আগুন আশে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের আসার আগেই প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। স্থানীয় লোকজন বালতি ও টিউবওয়েলের পানি দিয়ে আগুন নেভাতে সাহায্য করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এই দুর্ঘটনায় ১১টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমান এই মুহূর্তে জানা যায়নি। যদিও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবুও কয়েকজন দোকানদার পায়ের পেরেক ঠুকে আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার কারণ অনুসন্ধানের নির্দেশ দি য়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।