
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর এবং নেতাকর্মীদের হত্যা চেষ্টার ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজু (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ অক্টোবর শুক্রবার রাতে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের রাজমতি সুপার মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শাহ আলম সরকার সাজু দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
থানা সূত্রে জানা গেছে, বিগত ২০১৪ সালের ১৫ এপ্রিল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর এবং নেতাকর্মীদের হত্যা চেষ্টার ঘটনায় ১১ বছর পর আওয়ামীলীগের ২২১ জন নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে ২০২৫ সালের ১৯ এপ্রিল গোবিন্দগঞ্জ থানার দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
সাংবাদিক সাজু গ্রেপ্তারের ঘটনায় গণমাধ্যম কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বেশ কিছু গণমাধ্যম কর্মী বলেছেন কয়েকদিন আগেই গোবিন্দগঞ্জ থানা পুলিশের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় হল অথচ তারপরে আবার গ্রেফতার। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই বিষয়টি জামিন প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের সুযোগ ছিল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম।