প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৩:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ৯:০৮ পি.এম
ফরিদপুরে সালথায় বাসর রাতেই নববধূর স্বামী আত্মহত্যা

ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের পিচনাইল গ্রামে বাসর রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. জামাল ফকির (২৭)। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বাড়ির পাশে একটি বাঁশের আড়া থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা ধারণা করছেন, ভোররাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। সকালে পরিবারের সদস্যরা জামালের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। নিহত জামাল ফকির পিচনাইল গ্রামের মো. রজো ফকিরের ছেলে।
ইউপি সদস্য মো. দবিরদ্দীন ফকির জানান, গত ২১ অক্টোবর এফিডেভিটের (কোর্ট ম্যারেজ) মাধ্যমে জামাল ফকির ও রোকেয়া বেগমের বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে পারিবারিকভাবে আনুষ্ঠানিক বিয়েও সম্পন্ন হয়।
নিহতের বড় ভাই জালাল ফকির বলেন, “আমার ভাই শান্ত-স্বভাবের ছিল। কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। গতকালও মাঠে একসাথে কাজ করেছি। রাতে কীভাবে এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না।”
জামালের নববধূ রোকেয়া বেগম বলেন, “রাতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। কখন তিনি ঘর থেকে বের হয়েছেন জানি না। সকালে লোকজনের চিৎকারে ঘুম ভাঙে, তখন জানতে পারি তিনি মারা গেছেন।”
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “বৃহস্পতিবার রাতে বিয়ের পর সকালে জামালের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
Copyright © 2025 Nababani.com. All rights reserved.