
বগুড়ার শহরের অন্যতম ব্যস্ত এলাকা টেম্পল রোডের চকিপট্টিতে আবারও রাস্তা দখল করে দোকান বসানো হয়েছে। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকাটিতে দখল-উচ্ছেদ অভিযান চললেও সম্প্রতি পুনরায় কিছু ব্যক্তি রাস্তার অংশ জবরদখল করে দোকান বসাতে শুরু করেছেন। অভিযোগ উঠেছে, এলাকার সুশীল সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তি এই দখলকাজে নেপথ্যে রয়েছেন এবং দোকান বসানোর “ঠিকাদারি” নিয়েছেন বলে গুঞ্জন চলছে।
এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, “রাস্তা জনগণের সম্পদ। এটি দখল করে কেউ ব্যবসা করতে পারে না। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে পুরো এলাকাই অচল হয়ে পড়বে।”
প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।