
বান্দরবান জেলার বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন, বান্দরবান টিমের আয়োজনে অনুষ্ঠিত হলো “শিক্ষা উৎসব ও বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি”।
বান্দরবান টিমের ডেপুটি লিডার মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাকসেস কোচিং সেন্টারের পরিচালক মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক রোকিয়া ও মো. শফিক।
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে উৎসবের কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানের অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই ধরনের মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং একটি শিক্ষাবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষা উৎসব কর্মসূচী আয়োজন নিয়ে বান্দরবানের টিম লিডার মো: ইয়াছিন আরাফাত বলেন, “আমাদের লক্ষ্য শুধু শিক্ষা নয়, মানবিক সমাজ গঠন; প্রতিটি শিশুর মূখে ফুটানো হাসিই আমাদের লক্ষ্য।”
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সাবরিনা সুলতানা জেনি, দীপা বসাক, মো. জাবেদ, মো. মিরাজ উদ্দিন, মাহাফুজা আক্তার, মো জুয়েল, জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন নিয়মিতভাবে দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষাসহায়ক, পরিবেশ ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।