
ফরিদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে মঙ্গলবার দুপুরে এক উত্তেজনাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলন।
স্বৈরাচারী হাসিনার দোসর ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি এ.কে আজাদ কর্তৃক ফরিদপুরের গণমানুষের নেত্রী, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ সম্পর্কে দেয়া “মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন” বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ফরিদপুর জেলা বিএনপি, মহানগর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, এ.কে আজাদ সরকারের ছত্রছায়ায় থেকে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন—যা গণমানুষের ন্যায্য আন্দোলন দমিয়ে রাখার নিন্দনীয় প্রয়াস।
এ সময় সিএন্ডবি ঘাট প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘ফ্যাসিবাদবিরোধী বিশাল প্রতিবাদ সমাবেশে’ নেতৃত্ব দেন ডিগ্রীর চর ইউনিয়নের জনপ্রিয় নেতা ও চেয়ারম্যান প্রার্থী মো. আলম শেখ। তার সঙ্গে ছিলেন তার ভাই মুজিবর শেখসহ স্থানীয় তরুণ ও যুব সমাজের বিপুল উপস্থিতি।
প্রতিবাদ কর্মসূচিতে আলম শেখ বলেন, “জনগণের পক্ষে কথা বললেই আজ মিথ্যা মামলা ও অপপ্রচারে জড়ানো হয়। কিন্তু আমি জনগণের পক্ষে ছিলাম, আছি, থাকব। গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য এই লড়াই চলবেই।”
নেতৃবৃন্দ আরও বলেন, চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরের জনতার প্রিয় মুখ। তার বিরুদ্ধে অপপ্রচার মানেই ফরিদপুরবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র।
বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা ঘোষণা দেন— “গণমানুষের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এখন অপ্রতিরোধ্য।”