বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মামুনুল হক বুধবার ২২-১০-২০২৫ তারিখে কেংড়াছড়ি জোন সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা।
পরিদর্শনকালে ইউএনও মুহাম্মদ মামুনুল হক শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের সাথে বসে তাদের পড়াশোনা ও অন্যান্য বিষয় সম্পর্কে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং স্কুলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুদেব কুমার দাশ, সহকারী শিক্ষক রবীন কান্তি চাকমা ও সুরমা নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা কামাল, জনপ্রতিনিধি মোঃ মহর আলী, স্কুল কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকগণ।
উপজেলা প্রশাসনের এই আকস্মিক পরিদর্শনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।
