
সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. এম. এ. মুহিতের সার্বিক সহযোগিতায় শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে এ সামাজিক উদ্যোগ পরিচালিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “ছাত্রদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এটি শুধু সামাজিক দায়িত্ব নয়, মানবতারও প্রতীক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আল মামুন হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক মো. ইউনুছ আলী, মির্জা স্বপন, সদস্য আরিফ, ছাত্রদল নেতা জিহাদ আহমেদ বিশাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রকি ও ছাত্রদল নেতা জুনায়েদ ইসলাম বিশাল।
এছাড়া উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাব্বির হোসেন, সিনিয়র সহসভাপতি মো. সাইমন, সহসভাপতি মো. বাশার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, দপ্তর সম্পাদক মো. সিয়াম, প্রচার সম্পাদক মো. ইমরান বাদশা প্রমুখ।
দিনব্যাপী এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা যায়। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজ ছাত্রদলের কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
এই উদ্যোগের মাধ্যমে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদল প্রমাণ করেছে—তারা শুধু রাজনৈতিক সংগঠন নয়, বরং সমাজ ও মানবতার সেবায় নিবেদিত একটি সংগঠন।